Welcome to National Portal
খবর:

স্বাগত বার্তা

 

শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান “ক্ষুদ্র মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন(এসএমসিআইএফ)”-এর ওয়েব সাইটে স্বাগত। এসএমসিআইএফ-এর কর্মকর্তা-কর্মচারী, শিল্পোদ্যোক্তা এবং স্টেকহোল্ডারদের এসএমসিআইএফ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরীর মূল উদ্দেশ্য। এ ওয়েবসাইটের মাধ্যমে এ ফাউন্ডেশনের সেবা ও কায©ক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্পের উন্নয়ন ও প্রসারের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে এ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

 

         এ ওয়েবসাইটে এসএমসিআইএফ-এর কাঠামো, সার্বিক কায©ক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, প্রকাশনা এবং উদ্যোক্তা সহায়তা সম্পর্র্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে। জাতীয় অগ্রগতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র বিমোচনের কাঙ্খিত লক্ষ্য অর্জনে এসএমসিআইএফ-এর অবদান সম্পর্কে জনগণ অবহিত হতে পারবেন।

 

        আশা করি এ ওয়েবসাইটে এসএমসিআইএফ-এর সাথে সুবিধাভোগীদের শুধুমাত্র যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবেনা বরং সরকারি ও বেসরকারি খাতের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্পের উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।